অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে অনির্দিষ্টকালের ধর্মঘটে স্বর্ণশিল্পীরা


ভারতে স্বর্ণ শিল্পে ১ মার্চ থেকে যে ৩ দিন দিনের ধর্মঘট ডাকা হয়ে ছিল, তা পরে বাড়িয়ে সাত দিনের করা হয় এবং এখন বলা হচ্ছে, এই ধর্মঘট চলবে অনির্দিষ্টকাল।

বাংলা ক্যালেন্ডার অনুসারে এখন ফাল্গুন মাস। সাধারনত এই মাসে অনেক বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। তাই ক্রেতারা পড়ে গেলেন সমস্যায়। কিন্তু কেন টানা ধর্মঘটে গেলেন দেশের ৮ কোটি স্বর্ণশিল্পী ও ব্যবসায়ী?

গত ২৯ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রস্তাব দেন, সব গয়নার ওপর ১ % উৎপাদন শুল্ক বসবে। এ ছাড়াও নগদ কেনাকাটার ক্ষেত্রে ১% উৎসমুখ কর বসবে। এরই বিরুদ্ধে বিদ্রোহে স্বর্ণশিল্পীরা।

এ রাজ্যেই এই পেশায় জড়িয়ে রয়েছেন ১ কোটি মানুষ। তাঁরা বলছেন, অত জটিল হিসেব রাখা ও তা সরকারের ঘরে জমা দেওয়ার মত প্রশিক্ষিত নন অধিকাংশ স্বর্ণশিল্পীই। এছাড়া, আলাদা কর্মী রাখতে গেলে ব্যয় বাড়বে।

সরকারের যুক্তি, কালো টাকা সাদা করবার লক্ষ্যে অনেকে সোনার গয়না কেনেন। স্বর্ণশিল্পীরা বলছেন, সে জন্য গয়না নয়, সোনার বার কেনেন মানুষ। এখনও পর্যন্ত দুই তরফই অনড়। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG