অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের জন্য ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকারও বেশি লগ্নির প্রতিশ্রুতি


Workers are seen at their workstations on the floor of an outsourcing centre in Bangalore, February 29, 2012.
Workers are seen at their workstations on the floor of an outsourcing centre in Bangalore, February 29, 2012.

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের জন্য ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকারও বেশি লগ্নির প্রতিশ্রুতি পাওয়া গেল। গত বছর এই প্রতিশ্রুতি এসেছিল কিছুটা কম। এ বছরের বৈশিষ্ট্য হল, আগের বছর যেমন কেন্দ্রীয় সরকারের তরফে লগ্নির বেশি প্রতিশ্রুতি ছিল, এ বছর ভারতীয় লগ্নিকারীদের তরফে অনেক বেশি লগ্নির প্রতিশ্রুতি পাওয়া গেল। অবশ্য রাজ্যের বিভিন্ন দলের নেতারা লগ্নির প্রস্তাব এক রকম উড়িয়ে দিয়েই বলছেন, ২০১৫-র প্রতিশ্রুতির কতটুকুই-বা আর বাস্তবে রূপায়ণ ঘটেছে? তাঁদের মতে, যত দিন রাজ্যে জমির সমস্যা থাকবে এবং তেমন শিল্পবান্ধব পরিবেশ মিলবে না, লগ্নি হওয়ার সম্ভাবনাও কম থাকবে। সরকারের তরফে বলা হচ্ছে, এই সব সম্মেলনে যত লগ্নির প্রতিশ্রুতি পাওয়া যায়, ততটা বাস্তবায়িত হয়ে ওঠে না, এটাই সব রাজ্যেরই অভিজ্ঞতা। কাজেই প্রতিশ্রুতির আংশিক রূপায়ণ হলেই রাজ্যের লাভ।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG