অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী নাশকতার সঙ্গে ধর্মকে যোগ করা উচিৎ নয়: প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি


ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, জঙ্গী নাশকতার সঙ্গে ধর্মকে যোগ করা উচিৎ নয়। সমাজের বিভেদ ও বিবাদকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। তাঁর মতে সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে যোগ করলে জঙ্গিরা তাদের কাজে সফল হয়।

দক্ষিন ভারতের ব্যাঙ্গালোরে এ এন গ্লোবাল ল স্কুলের ক্যাম্পাস উদ্বোধন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বাদশ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সেখানে তিনি আই এস জঙ্গি সংগঠনকে বিশ্বের আতঙ্ক জানিয়ে তাদের কুখ্যাত গোষ্ঠী বলেও উল্লেখ করেছেন। তার বক্তব্য আইএস এর সঙ্গে না ধর্মের সম্পর্ক আছে, না তাদের কোনো নীতি আছে। মানুষের মুল্যবোধকে হত্যা করে তারা বিশ্ব জুড়ে অপরাধের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG