অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভিসা আইনে কড়াকড়ির প্রস্তাবে উদ্বেগে ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা


যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভস কি ভিসা আইনে কড়াকড়ি আনবার প্রস্তাবে সম্মতি দেবে? তারপর কি প্রস্তাবিত বদল পাস হয়ে যাবে মার্কিন সিনেটেও? এবং শেষ পর্যন্ত কি মার্কিন প্রেসিডেন্টও সেই বিলে সাক্ষর করবেন? এই সম্ভাবনা নিয়ে উদ্বেগে রয়েছেন ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা। এই ক্ষেত্রে কাজ করা বিভিন্ন সংস্থাও ব্যবসা হারানোর দুশ্চিন্তায়।

পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুও বলেছেন, ভিসা আইনে বদল ঘটলে তা সত্যিই দুশ্চিন্তার বিষয়।

প্রস্তাবে বলা হয়েছে, কোনও সংস্থায় ৫০ জনের বেশি কর্মী থাকলে এবং তাদের অর্ধেকের বেশি কর্মী যদি এইচ ১বি অথবা এল-১ ভিসায় আমেরিকায় এসে থাকে, তারা আর এইচ ১বি ভিসায় কর্মী নিয়োগ করতে পারবে না। অথচ আমেরিকার অধিকাংশ ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাই এই পদ্ধতিতেই কর্মী নিয়োগ করে আসছে। এটাই তাদের পক্ষে সস্তা।

যুক্তরাষ্ট্রে একটা মত হল, কড়াকড়ি না করলে দেশের যোগ্য স্থানীয়রা কাজের সুযোগ থেকে বঞ্চিত হবে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পও ভিসায় কড়াকড়ির পক্ষপাতী। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG