অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বাতিল নোট পাল্টালেই আঙুলে কালির দাগ দেবে ব্যাঙ্ক


ভোটের লাইনে কেউ যেন বারংবার দাঁড়িয়ে বারবার ভোট না দিতে পারে, সেজন্য ভোট দিলেই ভোটদাতার আঙুলে কালি লাগিয়ে দেওয়া হয়। তেমনি বাতিল হওয়া টাকার নোট বদল করতে বারবার ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কেউ যেন যত খুশি বাতিল নোট পাল্টাতে না পারেন, সেজন্য ব্যাঙ্ক গ্রাহকের আঙুলেও তেমন কালির দাগ দেওয়া হবে। এই নিয়মের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস।

প্রত্যেকে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকার পর্যন্ত বাতিল নোট বদল করতে পারবেন বলে সরকারের নিয়ম। বেশি হলেই অায়কর দপ্তরকে কৈফিয়ত দিতে হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ব্যাঙ্কেই যদি আঙুলে কালির দাগ পড়ে যায়, ১৯শে নভেম্বর যে রাজ্যে তিন কেন্দ্রে ভোট আছে, তখন কি হবে?

কালো টাকার বিরুদ্ধে মোদি সরকারের এই অভিযানের বিরোধী মমতা ও বিভিন্ন বিরোধী নেতারা। মঙ্গলবার মমতা দিল্লি গেলেন বিরোধী দলগুলিকে সংগঠিত করতে। বুধবার এঁরা সবাই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়ে মানুষের হয়রানির কথা বলবেন। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG