অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের শেয়ার বাজারে সূচকের পতন


বৃহস্পতিবার দুপুরে কাশ্মিরে সীমান্ত পেরিয়ে জঙ্গী ঘাঁটির ওপর ভারতীয় সেনার আক্রমণের খবরে প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজার।

শেয়ার সূচক পড়ে যায় ২৮,৪২৩ পয়েন্ট থেকে ২৭,৭১৯ পয়েন্টে। মার্কিন ডলারের প্রেক্ষিতে ভারতীয় টাকার বিনিময় মূল্যও নেমে যায়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সীমান্তে উত্তেজনা বহাল থাকলে শেয়ার ও বিদেশী মুদ্রার বাজারে টালমাটাল অব্যাহত থাকবে। দেশে যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে বিদেশী লগ্নিকারীরা তুলে নিতে শুরু করবেন নিজেদের লগ্নি।

আবার সরকারি কর্তকর্তাদের ব্যাখ্যা, ভারতের কড়া মনোভাবের ফলে দেশে জঙ্গী কার্যকলাপ যদি কমে যায়, লগ্নিকারীরা বরং ভরসা পেয়ে আরও বেশি করে টাকা ঢালবেন বাজারে। কিন্তু কি হবে এবার? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG