অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও নাগাল্যান্ড রাজ্যের মধ্যে শান্তি চুক্তি


অবশেষে শান্তি এল উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যে। সোমবার দিল্লিতে নরেন্দ্র মোদি সরকার, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি সই করল। শেষ হল স্বাধীন ভারতের ছয় দশকের দীর্ঘতম বিদ্রোহ।

তবে ওই সংগঠনেরই আরেকটি শাখা এই চুক্তি মানতে রাজি নয়। এরাই কিছু দিন আগে ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করে। তবে এ দিনের চুক্তিকে প্রধানত আরও একটি বিশদ চুক্তির প্রাথমিক কাঠামো বলা যায়। স্বাধীনতা নয়, আরও স্বশাসনই চুক্তির লক্ষ্য। আরেকটি জটিল বিষয় হল নাগাল্যান্ডের প্রতিবেশী রাজ্যগুলির যে সব অংশে বেশি সংখ্যায় নাগাদের বাস, সেখানকার সমস্যার সমাধান। তবে কোনও রাজ্যেরই সীমানার যে অদলবদল হবে না, তা স্পষ্ট করে দিয়েছে সরকার। অতীতে উত্তর-পূর্বের আরেক রাজ্য, মিজোরামের বিদ্রোহের অবসান ঘটিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৮৭ সালের সেই চুক্তির পরে মিজোরাম এখন শান্ত। সরকারের আশা, এই চুক্তিও স্থায়ী শান্তি ফেরাতে সক্ষম হবে নাগাল্যান্ডে।

সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG