অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিকে একা ফেল্পসই, গোটা ভারতের সমান মেডেল পেয়েছে


১৯২৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে ২০১৬ এর রিও অলিম্পিক পর্যন্ত ভারতের মেডেল সংগ্রহ ২৮টি। ‌আবার সাঁতারু মাইকেল ফেল্পস একাই পেয়েছেন ঐ ২৮টি পদক। কেন ভারতের দুরবস্থা চলতেই থাকছে, এ প্রশ্ন সংশ্লিষ্ট সকলেরই।

ইতিহাস বলছে, ১৯৫২ সালের অলিম্পিকে একটিও মেডেল পায়নি চীন। পরবর্তী ৩২ বছর কোনও অলিম্পিকে চীন আর অংশই নেয়নি। কিন্তু তারা ১৯৮৪ এর অলিম্পিকে ফিরে এসে সংগ্রহ করলো ১৫টি স্বর্ণ পদক। পরবর্তী অলিম্পিকগুলিতে মেডেল সংগ্রহের তালিকায় প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যে থেকেছে চীন। চীন যে ভাবে এগিয়ে গিয়েছে, ভারত কি তা থেকে শিখতে পারে না?

কিংবা গ্রেট বৃটেনও উদাহরণ হতে পারে। ১৯৯৬-এর অলিম্পিকে দেশটি একটি মাত্র সোনা পেয়েছিল। পুরনো সম্মান উদ্ধার করতে এর পরেই উঠে পড়ে লাগে বৃটেন। রিওতে পদক সংগ্রহে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এবার অনেক প্রত্যাশা সত্ত্বেও ভারতীয় দলের পুরুষ প্রতিযোগীরা একটিও পদক আনতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত মেয়েরা একটি রূপো ও একটি ব্রোঞ্জ পদক পেয়ে মুখ রক্ষা করেছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG