অ্যাকসেসিবিলিটি লিংক

সিয়াচেন গ্লেসিয়ারে প্রাণ গেছে এক হাজার ভারতীয় সেনার


ভারতীয় সেনাবাহিনী ১৯৮৪ সাল থেকে সিয়াচেন গ্লেসিয়ারে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রতি দিন চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয় করে চলেছে। আর প্রাণহানি? তা ইতোমধ্যেই এক হাজারের কাছাকাছি। তবে এর মধ্যে যত না পাকিস্তানী সেনার সঙ্গে যুদ্ধে, তার চেয়ে অনেক বেশি ২০ হাজার ফুট উচ্চতায় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে।

প্রশ্ন ওঠে এই বিপুল মূল্য চুকিয়েও কেন সিয়াচেনের ঐ উচ্চতায় থাকতে চাইছে ভারতীয় সেনাবাহিনি? পাকিস্তানিদের সঙ্গে বোঝাপড়া করে আরেকটু নিচে নিরাপদ উচ্চতায় কি নেমে আসা যায় না?

না, কোনও অবস্থাতেই সিয়াচেন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চান না সেনা কর্তারা। তাঁরা পাকিস্তানীদের বিশ্বাস করতে রাজি নন। তাঁরা বলছেন, এক বার নিচে নেমে আসবার পরে যদি চুক্তি ভেঙে ওপরে উঠে আসে পাকিস্তানীরা? তখন ঐ উচ্চতা পুনর্দখলের লড়াইতে অন্তত এক হাজার ভারতীয় সেনার প্রাণহানী হবে বলে সতর্ক করে দিচ্ছেন সিয়াচেন গ্লেসিয়ার এলাকার প্রাক্তন সর্বোচ্চ সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হানসাইন। কাজেই এ বিষয়ে কোনও রকম বিকল্প ভাবনার সুযোগ এখনই অন্তত নেই। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG