অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আর্ন্তজাতিক সীমান্তে চীনের সেনা


পাক-অধিকৃত কাশ্মীরের আর্ন্তজাতিক সীমান্তে দেখা মিলল চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যদের। যা নয়াদিল্লীর তরফে উদ্বেগের।

কিছুদিন ধরেই লাদাখে চীনা সেনার আনাগোনার কথা শোনা যাচ্ছিল। তবে এবারের চীনা সেনার খবরের জেরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

এদিকে, নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যেই নয়া দিল্লীকে জানিয়েছে যে, তিন হাজার কিলোমিটার চীন-পাকিস্তান আর্থিক করিডর পাহারার দায়িত্বে থাকবে চীনের সেনা। আর্থিক করিডরের প্রথম পর্যায়ের কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। আর বাকি কাজ শেষ হবে তিন বছরের মধ্যে।

নয়াদিল্লীর তরফে এক শীর্ষ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, চীনা সেনা পাকিস্তানে থাকা যথেষ্ট উদ্বেগের বিষয়। কতজন চীনা সেনা পাকিস্তানে থাকছে বা আদপে থাকবে কিনা সে দিকে নয়াদিল্লীর তরফে কড়া নজর দারি রাখা হবে বলেই সরকারী সূত্রের খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG