অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে ভারত-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


সন্ত্রাস বাদ রুখতে এবং ইতিহাসের গতি পথ বদলাতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে ভারত। কিন্তু সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তান কতটা উদ্যোগ নিচ্ছে, তার ওপরই নির্ভর করবে দুই দেশের সর্ম্পকের ভবিষৎ। দক্ষিণ ভারতের কোচিতে অনুষ্ঠিত ভারতীয় নৌবাহিনীর কম্বাইনড কম্যান্ডারস কনফারেন্সে অংশ নিয়ে এই বার্তাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোচি উপকূলে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আই এন এস বিক্রমাদিত্যের মধ্যেই আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য, আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছি ইতিহাসের গতি পরিবর্তন, সন্ত্রাসবাদ নির্মূল করা, শান্তিপূর্ণ সর্ম্পক তৈরী সহযোগীতা বৃদ্ধি ও স্থিতিশীলতা আনার জন্য। এই পথে বাধা বিঘ্ন রয়েছে। কিন্তু চেষ্টাটাই আসল। কারন শান্তি প্রক্রিয়া থেকে লাভের পরিমান অনেক বেশী। তাছাড়া শিশুদের ভবিষ্যতের ব্যাপারও রয়েছে। আর তাই দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নত করার ক্ষেত্রে আমরা পাকিস্তানের উদ্যোগ দেখব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

XS
SM
MD
LG