অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে মার্চে হচ্ছে মোদি-শরিফ বৈঠক!


মার্চের শেষে মার্কিন প্রেসিডেন্ট ওবামার ডাকা পরমাণু শীর্ষ বৈঠকে উপস্থিত থাকতে ওয়াশিংটনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে যে তাঁদের নিজেদের বৈঠকও হতে চলেছে, তা এক রকম পাকা।

কয়েক দিন আগেই নওয়াজ শরিফ স্বীকার করেছেন, কারগিলে ভারতের বিরুদ্ধে আক্রমণকে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যে পেছন থেকে ছুরি মারা বলে অভিহিত করেছিলেন, বাজপেয়ীর জায়গায় থাকলে তিনিও একই কথা বলতেন। প্রায় ১৮ বছর পরে হলেও শরিফের এই স্বীকারোক্তিতে ভারত খুব খুশী।

এ ছাড়া, পাঠানকোট বিমান ঘাঁটিতে পাকিস্তানী জঙ্গীদের সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে পাকিস্তানী সরকার যে তদন্ত কমিটি বসিয়েছিল, ঐ কমিটি যে সাত পাকিস্তানী নাগরিককে ঐ ঘটনায় জড়িত বলে চিহ্ণিত করেছে, তাদের মধ্যে রয়েছে জঙ্গী গোষ্ঠী জৈশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহার। এফআইআর করা হয়েছে এদের বিরুদ্ধে।

পাকিস্তান সরকার যে এত দিনে ভারতের অভিযোগকে মেনে নিয়ে এই সব পদক্ষেপ নিচ্ছে, তাতে সন্তুষ্ট ভারত। এই প্রেক্ষাপটেই ওয়াশিংটন বৈঠক নিয়ে ভারত আশান্বিত। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG