অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত পাকিস্তান আস্থা বৃদ্ধিতে কাজ করতে রাজি


ভারত পাকিস্তান আস্থা বৃদ্ধিতে কাজ করতে রাজি
ভারত পাকিস্তান আস্থা বৃদ্ধিতে কাজ করতে রাজি

ভারত ও পাকিস্তান বলছে যে এই দুটি পারমানবিক অস্ত্র সম্পন্ন প্রতিবেশির মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে তবে এ ব্যাপারে আরও কিছু করনীয় আছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হীনা রাব্বানি খার এবং তার ভারতীয় সহপক্ষ এস এম কৃষ্ণ আজ মালদ্বীপে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা করেছেন। এ দুটি দেশ এ বছর গোড়ার দিকে নতুন করে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছে। মিজ খার বলেছেন যে দুটি দেশের মধ্যে অনেক বছর ধরে চলে আসা তার কথায় আস্থার যে ঘাটতি , তা এখন কমেছে।

মালদ্বীপে আগামিকাল থেকে দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা বা সার্ক এর যে শীর্ষ বৈঠক হচ্ছে তার প্রাক্কালে খার এবং কৃষ্ণ বৈঠক করেছেন। এই শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীরাও আলোচনায় বসবেন বলে কথা আছে।

খার বলেছেন যে এই অঞ্চলের সামনে সন্ত্রাসবাদ হচ্ছে একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং এটি হবে এই শীর্ষ বৈঠকে অন্যতম একটি আলোচনার বিষয়।

XS
SM
MD
LG