অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী মোদি'র প্রশংসায় জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ


বেশ কিছু দিন থেকেই নানা মহলের প্রবল সমোলোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি। এরই মধ্যে একেবারে অপ্রত্যাশিতভাবে মোদিকে প্রশংসায় ভাসিয়ে দিলেন দেশের একমাত্র মুসলিম-প্রধান রাজ্য জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ।জম্মু কাশ্মিরে মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে বিজেপি-র রয়েছেজোট সরকার।

শীগগীরই কাশ্মির সফরে যাচ্ছেন মোদি। মুফতি বলেন, মোদিকে তিনি ধর্মীয় গোঁড়া বলে মনে করেন না। বিজেপি দলে যে সব উগ্র হিন্দুত্ববাদীরা রয়েছেন, আরেকটু সময় পেলে এদের মোদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন বলেই মুফতির বিশ্বাস। তিনি আরও মনে করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যানেই মোদি কাজ করতে চান বলে তাঁর ধারণা। দেশের মানুষ বিপুল সংখ্যাধিক্য ভোটে মোদিকে ক্ষমতায় এনেছেন। তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও নেই। মুফতির প্রশংসার ঘটা দেখে রাজনৈতিক মহল অবাক। আলোচনা চলছে, রাজ্যে জোট সরকারের স্বার্থেই কি মুফতির মুখে এত প্রশংসা?কোলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG