অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর তরফে-চিত্রিতা সান্যালের সাক্ষাত্কার এ নিয়ে


পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংসদের লোকসভা নির্বাচনের জন্যে ফেডারেল ফ্রন্ট গড়ার আহ্বান জানিয়েছেন মূলত:বি জে পি এবং কংগ্রেসের বিপরিতে –ইতিমধ্যে আন্না হাজারেকে এ প্রশ্নে বক্তব্য দিতে শোনা গিয়েছে -তেলেগু দেসাম প্রধান চন্দ্রবাবু নাইডু সোমবার কলকাতার নবান্নে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন – নিতিশ কুমারের সঙ্গে বাম নেতাদের বৈঠক হয়েছে দিল্লিতে - প্রধানমন্ত্রী পদের জন্যে এ পর্যন্ত একটি নামই শোনা গিয়েছে আর সেটা হ’লো গুজরাতের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি । এছাড়া আম আদমি পার্টির কথা বলা হলেও কিন্তু আরভিন্দ কেজরিওয়ালের নাম উচ্চারিত হয়নি এখনো অব্দি । ওদিকে আবার কংগ্রেসের পক্ষের সম্ভাব্য প্রার্থী হিসেবে রাহুল গাঁধির প্রশ্নে তাঁকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করা হচ্ছে । আপনার মূল্যায়ন – এ সব জিজ্ঞাসার জবাব দিয়েছেন নতুন দিল্লিতে জি-নিউয টুয়েন্ট ফোর আওয়ারের নতুন দিল্লি ব্যুরো চীফ চিত্রিতা সান্যাল।chittrita interview
please wait
Embed

No media source currently available

0:00 0:05:25 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG