অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজনীতি, কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা


India's opposition Congress party president Sonia Gandhi, front centre, accompanied by her son and party vice-president Rahul Gandhi, behind, lead a march against the ruling Bharatiya Janata Party (BJP) government in New Delhi, India on May 6, 2016.
India's opposition Congress party president Sonia Gandhi, front centre, accompanied by her son and party vice-president Rahul Gandhi, behind, lead a march against the ruling Bharatiya Janata Party (BJP) government in New Delhi, India on May 6, 2016.

প্রথমে লোকসভা, এ বার একের পর এক বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের শোচনীয় পরাজয়ের পর থেকেই রাজনৈতিক মহলে কংগ্রেস দলের শীর্ষ স্তরে অদলবদলের সম্ভাবনা নিয়ে আলেচনা জোরদার হচ্ছে। এখন শোনা যাচ্ছে, জুন মাসেই সরে দাঁড়াবেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী আর তাঁর বদলে সভাপতি হবেন বর্তমান সহ-সভাপতি রাহুল গান্ধী। আরও শোনা যাচ্ছে, প্রত্যক্ষ রাজনীতিতে নেমে পড়তে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কাই নাকি দলকে নেতৃত্ব দেবেন। যাঁরা বদলের সপক্ষে, তাঁদের মতে, নির্বাচনী বিপর্যয়ের পরে দলকে চাঙ্গা করতে হলে শীর্ষ স্তর থেকে বদলের শুরু করা দরকার। অন্য দিকে, দলের প্রবীণ নেতাদের অনেকেই বদল চান না। তাঁদের আশঙ্কা, সোনিয়া সরে গিয়ে রাহুল এলে প্রবীণ নেতাদের সরিয়ে দিয়ে নবীন নেতাদের দায়িত্বে নিয়ে আসবেন রাহুল। তাঁদের তখন কি হবে? তবে আলোচনার ঝড় যতই গতি পাক না কেন, কংগ্রেসের মুখপাত্রেরা আশু অদলবদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন।
এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG