অ্যাকসেসিবিলিটি লিংক

নয়াদিল্লীতে যুবতীকে গনধর্ষণের দায়ে অভিযুক্তদের মধ্যে এক কিশোরকে দোষী হিসাবে চিহ্নিত


গত বছর ভারতের নয়াদিল্লীতে চলন্ত বাসে এক যুবতীকে গনধর্ষণের দায়ে অভিযুক্তদের মধ্যে এক কিশোরকে দোষী হিসাবে চিহ্নিত করেছে কিশোর আদালত। ঘটনার সময় অভিযুক্ত ঐ কিশোরের বয়স ছিল ১৭ বছর। তাকে তিন বছরের সাজা দিয়ে একটি সংস্কার কেন্দ্রে পাঠানো হয়েছিল, যা কিশোর অপরাধের সর্বোচ্চ শাস্তি। তার বয়স এখন ১৮ বছর।

ধর্ষিতার পরিবার ঐ কিশোরকে প্রাপ্তবয়স্কদের আদালতে বিচার করে তাকে মৃত্যুদন্ড দেয়ার দাবী জানিয়েছে। ছয় জন পুরুষ কর্তৃক প্রহৃত ও আঘাতপ্রাপ্ত ২৩ বছর বয়সী যুবতী ডিসেম্বরে মারা যায়। তার সঙ্গে থাকা পুরুষ সঙ্গীটিকেও বেদম প্রহার করে সেদিন দুজনকেই চলন্ত বাস থেকে বাইরে ছুড়ে ফেলা হয়।

ঘটনার সঙ্গে জড়িত চারজন পুরুষ অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ আদালতে বিচার চলছে এবং তারা মৃত্যুদন্ডে দন্ডিত হবে এমন ধারনা করছে সকলে। অপরজনতে গত মার্চ মাসে জেলের অভ্যন্তরে মৃত পাওয়া গেছে।

ঐ ঘটনার পর সমগ্র ভারত জুড়ে নারীর প্রতি খারাপ আচরনের প্রতিবাদে শুরু হয় আন্দোলন যার ফলশ্রুতিতে যৌন হয়রানী আইন পরিবর্তন করা হয়।
XS
SM
MD
LG