অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রদায়িক আবহের প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ভারতের চারশো বিশিষ্ট ব্যক্তি


ভারত জুড়ে সাম্প্রদায়িক আবহের প্রসার ও অসহিষ্ণুতার মনোভাবের উত্থানের প্রতিবাদ করতে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা প্রথম ঘোষণা করেছিলেন নয়নতারা সায়গল। তারপর গত ১৫ দিনে কেবল সাহিত্যিকেরাই নন, পুরস্কার ফেরানোর প্রতিবাদে যোগ দিয়েছেন শিল্পী ও এখন বিজ্ঞানীরাও। এঁদের সম্মিলিত সংখ্যা চারশোরও বেশি দাঁড়িয়েছে।

দেশের এত জন শিক্ষিত ও সংস্কৃতিবান মানুষ ও এখন বিজ্ঞানীদের এই প্রতিবাদে সরকার বিব্রত। অবশ্য অর্থমন্ত্রি অরুণ জেটলি মন্তব্য করেছেন, প্রতিবাদীরা আসলে বিজেপি-বিরোধী। এঁরা অনেকে কংগ্রেস ও বামপন্থার সমর্থকও। আবার যাঁরা বিভিন্ন সরকারি পুরস্কার ফেরানোর কথা বলেছেন, তাঁদের সমস্যা হল, পুরস্কার ফেরানোর ঠিক কি পদ্ধতি, সেটাই কারোর জানা নেই। তাই পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেও সত্যি সত্যি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা ঘটে ওঠেনি অধিকাংশ ক্ষেত্রেই।

XS
SM
MD
LG