অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে


India Central Bank
India Central Bank

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন মঙ্গলবার ঘোষণা করেছেন, বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ককে তাঁরা ধার দিলে যা সুদ নিতেন, তার হার কমিয়ে দেওয়া হচ্ছে ০.৫% হারে। তেমনই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ককে ধার দিলে আবার ০.৫% সুদ বেশি পাবে। এর তাতপর্য হল, সাধারণ মানুষ ব্যাঙ্কের কাছে থেকে বাড়ি-গাড়ি কেনবার জন্য বা অন্য যে কোনও প্রয়োজনে টাকা ধার করলে সুদের হার ০.৫% কম দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক টাকা ধার দিলে যে সুদের হার, ব্যাঙ্কিং পরিভাষায় তাকে বলে রেপো রেট আর ব্যাঙ্কেরা শীর্ষ ব্যাঙ্ককে ধার দিলে তার সুদের হারকে বলে রিভার্স রেপো রেট। দীর্ঘ পাঁচ বছর পরে এই রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। তবে যে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখে সুদের ওপর সংসার নির্বাহ করেন, তাঁর পক্ষে এ বার বিষয়টি দুশ্চিন্তার।তিনি জমা টাকায় কম সুদ পাবেন। সামগ্রিক ভাবে বাজারে এখন কম সুদের কল্যাণে টাকার জোগান বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি যেন না হয়, সেটাও সরকারের মাথাব্যথা।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেনকোলকাতা থেকে গৌতম গুপ্ত তার রিপোর্টে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG