অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্ট বলেছে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের মামলায়


India Supreme Court
India Supreme Court

আজ ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী, মুরলীমনোহর যোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে মামলা চলবে। সিবিআই-এর আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ শীর্ষ আদালতের আজকের এই রায় দান। আজ শীর্ষ আদালতে ঊন্নিশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার মামলার শুনানির সময় বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ ও আরএফ নরিম্যানের বেঞ্চ জানিয়ে দেয় এই বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চলবে। এ প্রসঙ্গে সরকারী আইনজীবী সংবাদ সংস্থার কাছে বলেন।

একই সাথেসুপ্রিম কোর্টজানিয়ে দিয়েছেরায়বরেলি আদালতের মামলার শুনানীর সংগেঅন্য মামলা গুলিরও শুনানী লক্ষ্ণৌ আদালতে হবে। আগামী দু বছরের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।যদিও উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকে আপাতত এই মামলা থেকে ছাড় দিয়েছে শীর্ষ আদালত। তিনি এখন রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন।
এ সম্পর্কে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG