অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সুপ্রিম কোর্ট সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলার রায় দিয়েছে


India
India

শেষ পর্যন্ত বুধবার সুপ্রিম কোর্ট রায় দিল ঐতিহাসিক সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলায়। বলে দিল, টাটা মোটর্স সংস্থা কলকাতার অদূরে হুগলি জেলার সিঙ্গুরে গাড়ি তৈরির জন্য ততকালীন বামফ্রন্ট সরকারের কাছ থেকে ২০০৬ সালে যে ৯৯৭ একর কৃষিজমি পেয়েছিল, সেই জমি অধিগ্রহণ আইনত সিদ্ধ ছিল না। শীর্ষ আদালতের দুই বিচারপতি - ভি গোপাল গৌড়া আর অরুণ মিশ্রের বেঞ্চ এই রায় দেয়।ওই জমি ১২ সপ্তাহের মধ্যেই ফেরত দিতে হবে কৃষকদের হাতে, এমন০ও নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টানা ১০ বছর ধরে জমি কৃষকদের জন্য উদ্ধারের জন্য কখনও আন্দোলন, কখনও-বা আইনি লড়াই চালিয়ে এসে এত দিনে চূড়ান্ত জয় হল। কৃষকদের সম্মতি ছাড়াই সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরুদ্ধে এই আন্দোলন সারা ভারতে প্রতিধ্বনি তুলেছে। বুধবারের রায়কে তাই অনায়াসেই ঐতিহাসিক বলা যায়। তবে সিঙ্গুরের অনেক কৃষকই অধিগ্রহণের সিদ্ধান্তে সম্মত হয়ে ক্ষতিপূরণও নিয়েছেন। জমি ফেরত পেলেও তাঁদের অবশ্য টাকা ফেরত দিতে হবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। কিন্তু জমির যে সব অংশে কারখানার জন্য কংক্রিটের ঢালাই হয়ে গিয়েছে, সেখানে আর চাষ করা কি সম্ভব? এই সব প্রশ্নের মীমাংসা করা কিন্তু সহজ হবে না।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG