অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৯ জন নিহত


উত্তর ভারতের এক হিন্দু মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের ভীড়ে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায় উত্তর প্রদেশ রাজ্যের বারানশীর জয় গুরুদেভ মন্দিরে প্রার্থনার জন্য যাওয়া হাজার হাজার মানুষের ভীড়ের সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ অফিসার এসকে ভগত জানান আয়োজকরা যেখানে আশা করেছিলেন ৩ হাজার মানুষ সেখানে ওই অনুষ্ঠানে আসেন ৭০ হাজার মানুষ।

মানুষের ভিড়ে মন্দিরের কাছে একটি সেতু ভেঙ্গে গেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর মানুষ প্রানভয়ে এদিক সেদিক ছুটাছুটি করার সময় পদদলিত হয়ে নিহত হয়।

গোয়ায় ব্রিকস সম্মেলনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী খবর শোনার পর টুইটারে শোক প্রকাশ করে আহত ও ক্ষতিগ্রস্থদের সেবায় সর্বোচ্চ সতর্ক ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন।

গত জুলাইতে দক্ষিন ভারতে গোদাভরি নদীর এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জন মারা যান। ২০১৩ সালের অক্টোবরে মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা যান ১১০ জন।

XS
SM
MD
LG