অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াগড় বিস্ফোরণের বিচারের শুনানি ১৯ আগস্ট


দীর্ঘ সময় ব্যয় করার পর বাইশ মাসের মাথায় অবশেষে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের বিচার প্রক্রিয়ার দিন ধার্য হল। আগামী উনিশে আগস্ট ঐ শুনানির দিন ধার্য হয়।

কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী উনিশে ও বিশে আগস্ট ঐ শুনানির দিন ধার্য করেছেন। এনআইএ’র আইনজীবী শ্যামল ঘোষ এদিন আদালতে জানান, এই মামলায় মোট অভিযুক্তের সংখ্যা তিরিশ। তার মধ্যে ছ’জন বাংলাদেশিসহ ‘ফেরার’-এর সংখ্যা হল দশ।

কোন কোন ধারায় ধৃতদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা চার্জ গঠন করতে চায়, তা নিয়ে একটি লিখিত বক্তব্য আদালতের কাছে পেশ করা হয়। এরপরই এনআইএ এবং ধৃতদের তরফে আইনজীবীদের আইনী বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

ধৃতদের প্রত্যকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএ’র ষোল, আঠারো, আঠারোএ, উনিশ এবং কুড়ি ধারাসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় চার্জ গঠন করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG