অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে অনেকগুলো বিস্ফোরনে জড়িত বিজেপি'র ঘনিষ্ঠ আরএসএস: সাবেক ইন্সপেক্টর জেনারেল


বিজেপি'র ঘনিষ্ঠ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস) ভারতে ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে অনেকগুলি বিস্ফোরণ কাণ্ডের পেছনে জড়িত ছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মহারাষ্ট্র পুলিশের এক প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল এস এম মুশরিফ।

কলকাতায় মঙ্গলবার তাঁর যে বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন তিনি, সেই বইটির নামই হল 'কান্ট্রিজ লার্জেস্ট টেরর অর্গানাইজেশন, আরএসএস'।

সমঝোতা এক্সপ্রেস, আজমের শরিফ দরগা, হায়দ্রাবাদের মক্কা মসজিদ, কিংবা মহারাষ্ট্রের মালেগাঁওতে যে বিস্ফোরণগুলি ঘটেছিল, সেগুলিতে জড়িত অভিযোগে কয়েকজন মুসলিমকে গ্রেপ্তার করেছিল ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি। কিন্তু পরে জানা যায় তারা নয়, আসলে জড়িত আরএসএস-এর এক সন্ত্রাসবাদী অংশ, অভিনব ভারত।

আবার মুশরিফের মতে, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আইবি'র কিছু অফিসারের। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG