অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেন ও ভারত মধ্যে সন্দেহভাজনদের তালিকা বিনিময়


বৃটেন ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পক্ষে ভোট দেওয়ার পরে নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে প্রথম বিদেশ সফরেই এসেছেন ভারতে।

দিল্লিতে তাঁর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ১৭ জন বৃটিশ ও ৫৭ জন ভারতীয় সন্দেহভাজনদের তালিকা বিনিময় হল। এরা আইন এড়াতে পরস্পরের দেশে পালিয়ে রয়েছে। এদের যে যার দেশে ফেরত পাঠাতে দুই প্রধানমন্ত্রীই প্রতিশ্রুতি দিলেন।

ভারতের তালিকায় নাম রয়েছে `লিকর ব্যারন` বলে পরিচিত বিজয় মালিয়া ও ক্রিকেট প্রশাসক ললিত মোদি। দু'জনের বিরুদ্ধেই বিপুল অর্থ তছরূপের অভিযোগ। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে এদের বিরুদ্ধে।

তবে সহজে ভিসা নিয়ে ভারতীয় ছাত্রছাত্রীরা যে বৃটেনে পড়তে যাওয়ার সুযোগ চাইছে, সে ব্যাপারে মোদির অনুরোধেও নরম হলেন না থেরেসা। উল্টো তিনি বলেছেন, বৃটেনে যে সব ভারতীয় বেআইনি ভাবে রয়েছে, তাদের ফেরানোর উদ্যোগ নিক ভারত, তারপর না হয় সহজ ভিসার বিষয়টা বিবেচনা করা যেতে পারে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG