অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষন বাধ্যতামূলক করার আহ্বান রাষ্ট্রপতির


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর দেশের লোকসভা ও বিধানসভা গুলিতে মেয়েদের প্রতিনিধিত্ব না বাড়লে তারা ক্ষমতাশালী হবে কী ভাবে ? দিল্লীতে সারা দেশের মহিলা এমপি এবং বিধায়কদের প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। সংসদ এবং সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষন বাধ্যতামূলক করার জন্য সংশ্লিষ্ট সংবিধান সংশোধন বিলটি ফের উত্থাপনের প্রয়োজন বলে মনে করেন তিনি। কারন এখনো পর্যন্ত সংসদে মহিলাদের প্রতিনিধিত্বের হার 12 শতাংশের বেশী করা সম্ভব হয়নি। রাষ্ট্রপতির মতে এটা খুবই দুঃখ জনক। এই পরিপ্রেক্ষিতেই তাঁর প্রশ্ন প্রতিনিধিত্ব ছাড়া মহিলারা ক্ষমতা শালী হবেন কী ভাবে?রাজনৈতিক দল গুলির বর্তমান মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন বলেই মনে করেন রাষ্ট্রপতি । রোল অব উইমেন লেজিসলেটরস ইন নেশন বিল্ডিং শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্যোক্তা লোকসভার ষ্পিকার সুমিত্রা মহাজন। বাংলাদেশের স্পিকার শিরিন শর্মিন চৌধুরি ছাড়াও সারা দেশের মহিলা এম পি এবং বিধায়করা এই সম্মেলনে যোগদেন।

পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG