অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে ইমাম নেবে সংযুক্ত আরব আমিরাত


সৌদি আরবের ওয়াহাবি ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্য প্রাচ্যের অন্যান্য দেশেও। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র দুশ্চিন্তা হল, আইএস এর প্রভাবে যদি দুবাই কিংবা আবু ধাবীতে জঙ্গী হানা ঘটে যায়, তা হলে বিনিয়োগে তা মারাত্মক প্রবাব বয়ে আনবে।

অথচ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মুসলিমের দেশ হওয়া সত্বেও ভারতে আইএস এর প্রভাব সামান্য। এ দেশ থেকে সিরিয়া বা ইরাকে আইএস-এর হয়ে যুদ্ধ করতে গিয়েছে মাত্র ডজন দুয়েক তরুণ।

এই পরিপ্রেক্ষিতে ইউএই ভারত থেকে বেশ কয়েকজন ইমামকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। তাঁরা ভারতের মানবতাবাদী ইসলামের প্রচার চালাবেন সেখানে উগ্র ইসলামের প্রভাব সামলাতে।

দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদের চলতি ভারত সফরের সময়ই এই প্রসঙ্গটি আলোচিত হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের অন্যতম শীর্ষ কর্তা অনিল ওয়াধাওয়া। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG