অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় নৌসেনার বার্ষিক মালাবার নৌ-মহড়া মহড়া শুরু


প্রতিবারের মতো এবারো ভারতীয় নৌসেনার বার্ষিক মালাবার নৌ-মহড়া মহড়া শুরু হয়েছে। এবারেও নৌ-মহড়াতেও অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে, এবছরই প্রথমবার অংশ নিল জাপানও। আগের বার এই মহড়া অনুষ্ঠিত হয় ভারতীয় মহাসাগরে। এবার নৌ মহড়া হচ্ছে প্রশান্ত মহাসাগরে।তিন দেশ থেকে মোট একশো টি যুদ্ধবিমান এবং একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন সহ বাইশটি রণতরী এবারের মালাবার মহড়ায় অংশ নিতে হাজির হয়েছে। ভারতীয় নৌসেনার তরফে চারটি রণতরী পাঠানো হয়েছে। মহড়ার প্রথম দফা দশ থেকে তেরো তারিখ জাপানের সাসেবোতে হবে। দ্বিতীয় দফা হবে চোদ্দো থেকে সতেরো ওকিনাওয়াতে।প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই মহড়ায় তিন দেশের নৌ-বাহিনীর স্পেশাল ফোর্স (নৌকম্যান্ডো) মধ্যেও বিশেষ বৈঠক ও অনুশীলন হওয়ার কথা।তবে, এসব চমকের বাইরে এবারের মালাবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ভিন্ন কারণে। মহড়া যে অঞ্চলে হচ্ছে, তা পূর্ব চিন সাগরে অবস্থিত কয়েকটি বসতিহীন দ্বীপপুঞ্জের কাছে। প্রসঙ্গত বলা যেতে পারে ওই দ্বীপপুঞ্জের ওপর দখল দারি নিয়ে জাপান ও চিনের মধ্যে একটি চোরাস্রোত দীর্ঘদিন ধরেই বইছে বলে শোনা যায়। জাপানিরা এই দ্বীপকে সেনকাকু বলে ডাকে, অন্যদিকে চিনের দাবি দিয়াওয়ু নামের ওই দ্বীপ তাদের দখলে দীর্ঘদিনই।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG