অ্যাকসেসিবিলিটি লিংক

দু’ হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী বাছাই পর্বের ভোট হচ্ছে আজ ইন্ডিয়ানা রাজ্যে


যুক্তরাষ্ট্রের দু’ হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী বাছাই পর্বের ভোট হচ্ছে আজ ইন্ডিয়ানা রাজ্যে। এ ভোটে তাঁর সঙ্গে পাল্লা দিচ্ছেন-তাঁকে টেক্কা দেবার চেষ্টা করছেন রেবাপলিকান দলের আরেক প্রার্থী টেক্সাস সেনেটর টেড ক্রুয। আজকের এ ভোটের মধ্যে দিয়ে ট্রাম্প জুলাইয়ের ক্লিভল্যান্ড কনভেনশনে মনোনয়ন অর্জন পানে অনেকখানিই- বা কারো কারো মতে নিশ্চিত অগ্রযাত্রায় এগিয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। NBC News- Wall Street Journal- Marist সমিক্ষার সর্ব সাম্প্রতিক প্রক্ষেপনে দেখানো হচ্ছে- ইন্ডিয়ানার ভোটে ট্রাম্প কম সে কম পনেরো শতাংশ মাত্রায় এগিয়ে রয়েছেন। অপর দিকে টেড ক্রুয – ট্রাম্পের মনোনয়ন লাভে বাদ সাধবার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করছেন তাঁর নানান বক্তব্য-বয়ানে। ওদিকে আবার গভর্নর জেন কেসীকও টেড ক্রুযের সঙ্গে যোগ দিয়েছেন ট্রাম্পকে পিছন পানে টানতে- আর সে লক্ষে ইন্ডিয়ানায় তিনি প্রতিদ্বন্দীর জোয়ার থেকে নিজেকে সরিয়ে রেখেছেন যাতে টেড ক্রুয বেশি ভোট পেয়ে ট্রাম্পকে আটকাতে পারেন। কিন্তু হলে কি হবে অনেকেই বলছেন সে গূড়ে বালি- ইন্ডিয়ানায় ট্রাম্পই জয়ি হবেন। দেখা যাক।

XS
SM
MD
LG