অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস এর সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে ইউ এ ই থেকে চারজন ভারতীয় বহিস্কৃত



আই এস বা ইসলামিক সরকারের প্রতি তারা সহানুভূতিশীল, এই সন্দেহে চারজন ভারতীয়কে ভারতে ফেরত পাঠাল ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই সরকার। মঙ্গলবার তারা কেরলের দুই বিমানবন্দরে এসে নামবার পরে অবশ্য তাদের সঙ্গে গোয়েন্দারা কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন এরা বিপজ্জনক নয় । পরে এদের যার যার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া যেতে পারে।

এ পর্যন্ত ১৭ জন ভারতীয় আইএস-এ যোগ দিয়েছে। আরও ২৫ জনকে যোগ দেওয়া থেকে কোনও ক্রমে বিরত করা গিয়েছে। কেমন করে আইএস-এর প্রভাব থেকে এদের মুক্ত রাখা যায়, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন গোয়েন্দারা। ইউএই থেকে ফেরত-আসা চার ভারতীয়দের সঙ্গে থাকা এক ভারতীয় কিন্তু আইএস-এ যোগ দিয়ে দিয়ে ফেলেছে। এদেরই সঙ্গী এক বাংলাদেশী আইএস-এ যোগ দিয়েছিল এবং এক সংঘর্ষে নিহতও হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG