অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের পর কি পাকিস্তানী সীমানা পেরিয়েও অভিযান চালাতে পারে ভারত?


ভারতীয় সেনারা সীমানা পেরিয়ে মিয়ানমারে ভারত-বিরোধী জঙ্গীদের ক্যাম্প ধ্বংস করে আসবার পরে নানান মহলে জোর আলোচনা চলছে, এবার কি পাকিস্তানী সীমানা পেরিয়েও একই রকম অভিযান চালাতে পারে ভারত? কেননা, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গীদের উৎপাতে ভারত অনেক দিন ধরেই নাকাল হয়ে রয়েছে। মিয়ানমারে অভিযানের পরে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, এই অভিযান ভারতের প্রতিবেশীদের জন্য হুঁশিয়ারিও বটে।

কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রি, নিসার আলি খান বলেন, পাকিস্তান কিন্তু মিয়ানমার নয়। তা যে নয়, সে কথা ভারত ভালই জানে। বিশেষত, মিয়ানমারের অভিযানে ও দেশের সহযোগিতা পেয়েছিল ভারত। পাকিস্তানের ক্ষেত্রে ঠিক উল্টো পরিস্হিতি। সীমানা পেরিয়ে অভিযান চালাতে গেলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে। আর, মনে রাখা দরকার, ভারত আর পাকিস্তান, দুই দেশই পরমাণু অস্ত্রধর।

সরাসরি লিংক

XS
SM
MD
LG