অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভূমি ধ্বসের পর উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার আহ্বান জানান


Rescuers try to pull out the body of a victim of a landslide that swept away a village in Jemblung, Central Java, Indonesia, Dec. 14, 2014.
Rescuers try to pull out the body of a victim of a landslide that swept away a village in Jemblung, Central Java, Indonesia, Dec. 14, 2014.

ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীরা ভূমি ধ্বসে নিখোজ ৭০ জনের বেশি মানুষকে খুঁজে ববার করার জন্য ভারী যন্ত্র সরঞ্জাম ব্যবহার করছে। অবিশ্রান্ত বৃষ্টির ফলে ভূমি ধ্বস হয় এবং তাতে শুক্রবার রাতে একটি গ্রাম তলিয়ে যায়।

প্রেসিডেন্ট জোকো উইডোডো রবিবার ওই এলাকা পরিদর্শন করেন।এবং উদ্ধার তৎপরতার কাজ আরও ত্বরান্বিত করার উপর জোর দেন। উদ্ধারকর্মীরা খালি হাতে এবং ঘরে হাতে বানানো যন্ত্র দিয়ে মাটি খুঁড়তে চেষ্টা করছে।

কর্মকর্তারা বলেন রবিবার অবধি মধ্য জাভা প্রদেশে জেমব্লুং গ্রামে মৃতের সংখ্যা দাড়িয়েছে অন্তত ৩২এ। ছিয়াত্তর জন এখনও নিখোঁজ।

XS
SM
MD
LG