অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে হত ৪৯ জন


ইন্দোনেশিয়া সরকারের কর্তাব্যক্তিরা বলছেন-সুমাত্রা দ্বীপের আবাসিক এলাকায় যে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে,তাতে কম হলেও ৪৯ জনের প্রাণ বিনাশ হয়েছে।

ঐ Hercules C-130 বিমানটি ওপরে ওঠবার পরপরই আবার বিমানবন্দরে ফেরার চেষ্টা করেছিলো- আর সে অবস্থাতেই সেটি ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম ঐ মীদান শহরের আবাসিক মহল্লার দু’টি বাড়ি ও একটি হোটেলের ওপর আছড়িয়ে পড়ে।

সোস্যাল মিডিয়ার প্রকাশিত ছবিতে আছড়ে পড়া বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে-বিধ্বস্ত বাড়িগুলো থেকে-আশপাশের বিধ্বস্ত যানবাহন থেকে ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা গিয়েছে।

মৃতের সংখ্যা এখন আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরাখবরে-সরকারী কর্মকর্তাদের বয়ান-বিবৃতি থেকে জানা যাচ্ছে,ইন্দোনেশিয় বিমান বাহিনীর ঐ বিমানটিতে আরোহি ছিলো এক শ’ তেরো জনের মতো।ঐ দূর্ঘটনায় বিমানের আরোহি ছাড়া এলাকার আর কতো জন হতাহত হয়েছে তা জানা যায়নি।

XS
SM
MD
LG