অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট শপথ নিলেন


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সোমবার, নতুন প্রেসিডেণ্ট জোকো ইউডোডো আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন।

তিনি হলেন দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেণ্ট যার সঙ্গে দেশের রাজনৈতিক এবং সামরিক অভিজাত গোষ্ঠীর কোন সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। সেইসঙ্গে তিনি ওবামা প্রশাসনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

কর্মকর্তারা বলছেন, জাকার্তায় অবস্থানকালে মিঃ কেরি ইন্দোনেশিয়ার প্রেসিডেণ্টের পাশাপাশি অন্যান্য এশীয় নেতৃবৃন্দের সঙ্গেও দেখা করবেন। এই সাক্ষাতের লক্ষ্য হবে, ইসলামিক জঙ্গী এবং জঙ্গীদের প্রচারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তাঁদের উদ্বুদ্ধ করা। এই জঙ্গীরা সিরিয়া ও ইরাকের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মিঃ কেরি, মালায়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, সিঙ্গাপোরের প্রধানমন্ত্রী লি-শিয়েন-লুং, ব্রুনেই-এর সুলতান হাসানাল বোল্কিয়াহ-সহ আরো কয়েকজন সরকার প্রধানের সঙ্গে দেখা করবেন।

XS
SM
MD
LG