অ্যাকসেসিবিলিটি লিংক

প্রচন্ড শক্তির এক ভূমিকম্প ইন্দোনেশিয়ার সূমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের অদূরবর্তী অঞ্চলের অগভীর জলভাগ অংশে আঘাত হেনেছে


প্রচন্ড শক্তির এক ভূমিকম্প ইন্দোনেশিয়ার সূমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের অদূরবর্তী অঞ্চলের অগভীর জলভাগ অংশে আঘাত হানবার পর এখন ইন্দোনেশিয়া ঐ অঞ্চলে মারাত্মক সূনামী দেখা দিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছে।ভারত মহাসাগরের ঐ অংশেই দু’ হাজার চার সালে প্রলয়ংকরি সূনামী আঘাত হেনেছিলো।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপের মাপে এটিকে সাত দশমিক নয় মাত্রার কম্পন হিসেবে চিহ্নিত করা হয়েছে-এটি দেখা দেয় ভূমিভাগ থেকে বেশ কয়েক শ’ কিলোমিটার দূরের সাগরজল অংশে- ১০ কিলোমিটার গভীরে।বুধবার এ ভূকম্পনের ঝাপটা অনুভূত হয় ইন্দোনেশিয়া-মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে।

XS
SM
MD
LG