অ্যাকসেসিবিলিটি লিংক

আর্ন্তজাতিক নারী দিবসের সূচনা লগ্নে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ


আজ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা লগ্নেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল হাজার হাজার নারীর বিশাল এক বিক্ষোভ সমাবেশ- অধিকতর পারিশ্রমিক ও কর্মক্ষেত্রের শ্রেয়তর পরিবেশের দাবীতে। সেই একই সঙ্গে দাবী উঠলো ভোটের অধিকার নিয়ে, দাবী উচ্চারিত হল লিঙ্গ সমতা এবং অন্যান্য অমীমাংসিত সমস্যা সমূহের নিষ্পত্তির দাবীতে।


জাতিসংঘ লিঙ্গ সমতাকে মানবাধিকার ইস্যু হিসেবে বিবেচনা করার পক্ষ সমর্থন করে নারী পুরুষ দু’ই সম্প্রদায়কেই সমান বিবেচনা করতে হবে দু’য়ের প্রতিই সমান আচরণ করতে হবে।

আন্তর্জাতিক এই নারী দিবস পালিত হয়ে আসছে আজ এক শ’ বছরেরও বেশি কাল যাবত- অথচ তামাম দুনিয়া জুড়ে নারীদের প্রতি বালিকা কন্যাদের প্রতি বৈষম্য দূর হ’লো না এখনো লিঙ্গ কেন্দ্রিক সহিংসতা বৈষম্য চলছে এখনো লাগাতার।
আমাদের এ বিশ্ব সংবাদের পর মূল অনুষ্ঠানে বাংলাদেশে ভারতে আন্তর্জাতিক নারী দিবস পালন নিয়ে রিপোর্ট থাকছে। শুনবেন।

XS
SM
MD
LG