অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব ব্যাঙ্ক অন্তর্গত অর্থায়ন সংস্থা আই এফ সির অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদের সাক্ষাত্কার


বিশ্ব ব্যাঙ্ক অন্তর্গত অর্থায়ন সংস্থা আই এফ সির অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদের সাক্ষাত্কার
বিশ্ব ব্যাঙ্ক অন্তর্গত অর্থায়ন সংস্থা আই এফ সির অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদের সাক্ষাত্কার

গ্রীসের সংসদ য়ুরোপিয় য়ুনিয়নের প্রস্তাবিত ঋণ-সংকট উদ্ধার পরিকল্পনা বাস্তবায়েনের লক্ষে কৃচ্ছৃরতা পরিকল্পনা অনুসরনে ব্রতি হতে চলেছে । প্রধানমন্ত্রী পাপাদেমাস টেলিভিশনে দওয়া ভাষনে শনিবার জানান - কর্ম ছাঁটাই , সর্বনিম্ন বেতন স্তর আরো নামানো এবং অন্যান্য কৃচ্ছৃরতা পদক্ষেপ অনুসরনের আহ্বান জানিয়েছেন । গ্রীসের সমাজতন্ত্রী নেতা জর্জ পাপান্দ্রু এবং নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা আন্তোনিস সামারাসও প্রধানমন্ত্রীর ভাষনের প্রতি সমর্থন জানিয়েছেন । মিস্টার পাপান্দ্রু সতর্ক করে বলেছেন - কৃচ্ছ্রতা পদক্ষেপ সফল না হলে দেশের ভরাডুই অত্যাসন্ন । বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ব ব্যাঙ্ক অনতর্গত আন্তর্জানিক অর্থায়ন সংস্থা আই এফ সির সিনিয়ার প্রোগ্র্যাম ম্যানেজার অর্থনীতিবিদ ডক্টর আখতার মাহমুদ , সরকার কবীরূদ্দীনের সঙ্গে এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG