অ্যাকসেসিবিলিটি লিংক

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ আদালতের রায় পূনর্বিবেচনা করে, রায় পাল্টানোর আহ্বান জানিয়েছে


কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ আদালতের রায় পূনর্বিবেচনা করে, রায় পাল্টানোর আহ্বান জানিয়েছে
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ আদালতের রায় পূনর্বিবেচনা করে, রায় পাল্টানোর আহ্বান জানিয়েছে

বাংলাদেশে আদালত অবমাননার দায়ে সংবাদপত্র সম্পাদক-সাংবাদিক-প্রকাশকের জেল জরিমানা নিয়ে নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা CPJ, বাংলাদেশ আদালতের রায় পূনর্বিবেচনা করে, রায় পাল্টানোর আহ্বান জানিয়েছে। এক কালের সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর আসীফ নযরূল ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষ্যাত্কারে এ বিষয়ে মন্তব্য করেন।

বাংলাদেশ সূপ্রীম কোর্টের আপীল বিভাগ, আদালত অবমাননার দায়ে, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমূদুর রহমানকে ৬ মাসে বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাবাস, আমার দেশের স্টাফ রিপোর্টার আলীউল্লাহ নোমানকে এক মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা এবং আমার দেশের প্রকাশক হাশমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, ৭ দিনের কারাবাসের রায় দিয়েছে।

ডক্টর আসীফ নযরূল, অভিযোগটা একাকালের সাংবাদিক হিসেবে এবং বর্তমান আইনের অধ্যাপক হিসেবে ব্যাখ্যা করেছেন।

বাংলাদেশের এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন, সূপ্রিম কোর্টের আপীল বিভাগ এধরনের রায় এই প্রথম দিলেন এবং মাহমুদুর রহমানের আইনজীবী রফিকূল হক বলেছেন, সূপ্রিম কোর্টের অবমাননার বিষয়টি আইনে স্পষ্ট ব্যাখ্যা করা নেই এবং এধরনের রায় বলবত করবার এখতিয়ার আদালতের অবারিত। একই সঙ্গে নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ সূপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে রায় পর্যালোচনা করে জেল-জরিমানা পাল্টানোর আহবান জানিয়েছে।

সেন্টার টু প্রটেক্ট জার্নালিস্টস বা CPJ’র ডেপুটি ডিরেক্টর রবার্ট ম্যাহনী বলেছেন, আইনী প্রক্রিয়া সম্মন্ধে ভয়ভীতি ব্যতিরেকেই লিখবার অধিকার সাংবাদিকদের থাকতে হবে, কথাটায় কি আদালত অবমাননার দায় থেকে সাংবাদিকদের অব্যাহতি দেবার সুপারিশ করা হয়েছে? আসীফ নযরূল সে প্রশ্নেরও জবাব দেন।

XS
SM
MD
LG