অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘শরিকানা’ বা পার্টনারশীপের সম্পর্কঃ বাংলাদেশের পররাষ্ট্র সচীব


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘শরিকানা’ বা পার্টনারশীপের সম্পর্কঃ বাংলাদেশের পররাষ্ট্র সচীব
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘শরিকানা’ বা পার্টনারশীপের সম্পর্কঃ বাংলাদেশের পররাষ্ট্র সচীব

বাংলাদেশের পররাষ্ট্র সচীব রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারূল কায়েস তাঁর এবারের ওয়াশিংটন সফরকালের আলোচনাকে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেকার নিয়মিত, বাত্সরিক, ‘কনসালটেশনের’ সূচনাপর্ব বলে অভিহিত করেন। তিনি বলেন, এখন থেকে প্রতিবছর পালাক্রমে ওয়াশিংটন ও ঢাকায় এ আলোচনা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচীব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘শরিকানা’ বা পার্টনারশীপের সম্পর্ক রূপে অভিহিত করেন। VOA-তে দেওয়া এক সাক্ষাত্কারে রাষ্ট্রদূত কায়েস গণতন্ত্র ও সন্ত্রাস প্রতিরোধ তত্পরতা নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক সংস্কৃতির মধ্যে স্বচ্ছতার উপস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। সর্ব সাম্প্রতিক জামাত নেতাদের গ্রেপ্তার নিয়ে কোন কথা হয়েছে কিনা প্রশ্ন করা হলে বাংলাদেশের পররাষ্ট্র সচীব রাষ্ট্রদূত মিজারূল কায়েস বলেন, এটা আইনী প্রক্রিয়ায় আদালতের নির্দেশে, আইন বলবত কর্তৃত্বের এখতিয়ারভুক্ত বিষয় এবং এই পর্যায়ে এ নিয়ে এখানে তাঁর সঙ্গে কোনো কথাবার্তা হয়নি।

XS
SM
MD
LG