অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা প্রশাসনের বিশেষ প্রতিনিধির মন্তব্য নিয়ে মধ্য ও দক্ষিন এশিয়া বাণিজ্য প্রসঙ্গে ডঃ দেবপ্রিয়


ওবামা প্রশাসনের বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যান বলছেন – মধ্য এশিয়া থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দিয়ে ভারত ও এমোনকি বাংলাদেশ অবধি অর্থনীতির সমন্বিত-ধারা যদি বইয়ে দেওয়া যায় , নতুন একটি রেশম পথ বা সিল্ক রূট যদি গড়ে তোলা যায়, তাহলে নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে,বাজার প্রবেশাধিকার বাড়বে এবং বিনিয়োগও বৃদ্ধি পাবে । বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট অর্থনীতিবীদ ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্যের সঙ্গে, তাঁর মূল্যায়নের জন্যে । তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG