অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের শিল্প মন্ত্রী পার্থ চট্রপাধ্যায় পাকিস্তানের প্রতি পশ্চিম বঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ।


পশ্চিম বঙ্গের শিল্প মন্ত্রী পার্থ চট্রপাধ্যায় পাকিস্তানের প্রতি পশ্চিম বঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ।
পশ্চিম বঙ্গের শিল্প মন্ত্রী পার্থ চট্রপাধ্যায় পাকিস্তানের প্রতি পশ্চিম বঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ।

ভারতে , পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বনিক সভার এক আলোচনায় ভারত ও পাকিস্তানের মধ্যে বানিজ্য সম্পর্ক নিয়ে কথাবার্তা হয় । ঐ সভায় রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্রপাধ্যায় পাকিস্তানের প্রতি পশ্চিম বঙ্গে বিনিয়োগের আহ্বান জানান । সভায় উপস্থিত ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এ ব্যাপারে দু’দেশের মধ্যেকার ভিসা ব্যবস্থা আরো উন্মুক্ত করার ওপর আলোকপাত করেন । বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ সি পি ডি’র গবেষক –অর্থনীতিবীদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জামের সঙ্গে । তিনি বলেন ভারত-বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার জোরালো আন্ত-বানিজ্য ব্যবস্থা উপমহাদেশে রাজনৈতিক সৌহার্দ্য রচনার সূযোগ সৃষ্টি করতে পারে । ডক্টর মোয়াজ্জামের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG