অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ বি আই ডি এসের অর্থনীতিবীদ ডক্টর নাজনীন আহমদের সাক্ষাত্কার ।


বাংলাদেশে বর্তমানে অর্থনীতিতে কিছু সংকট পরিস্থিতি বিরাজ করছে । গবেষনা ও উন্নয়ন সংস্থা বি আই ডি এস-পর গবেষক , অর্থনিথিবীদ ডক্টর নাজনীন আহমেদ মনে করেন অর্থ বছরের বাদবাকি মাসগুলোতে অর্থনীতির এক সংকট অবস্থা সামাল দেওয়া সম্ভব । মূলত: ব্যাঙ্কগুলোর তরফে ঋণ না দেওযা এবং একই সঙ্গে ঋন-সূদ হার উচ্চ মাত্রায় বিরাজ করাতেই এ সংকট দেখা দিচ্ছে । কারন হিসেবে তিনি সরকারের তরফে অনুত্পাদনশিল খাতে অনেক বেশি ঋন নেওয়াকে তিনি এ সংকট পরিস্থিতির জন্যে দায়ি করেন । ডক্টর নাজনীন আহমেদ বলেন - যে কোনো দেশের সরকারই ঋন নিতে পারে , তবে সেক্ষেত্রে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকাটাই দেশের জন্যে কাংখিত এবং মঙ্গলজনক । ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে বাংলাদেশ উন্নয়ন গবেষনা ইস্টিটিউটের গবেষক-অর্থনীতিবীদ ডক্টর নাজনীন আহমেদ এসব কথা বলেন ।

XS
SM
MD
LG