অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া পরিস্থিতি নিয়ে বাকের সিদ্দিকীর সাক্ষাত্কার



সিরিয়ার গুরুত্বপূর্ণ বানিজ্য-কেন্দ্র আলেপ্পোতে ধুন্দুমার লড়াই চলছে – এ্যাটাক হেলিকপ্টার – মেশিন গান ব্যবহৃত হ’চ্ছে – লোকজন প্রাণভয়ে পালাচ্ছে , তুরস্ক তার দিকের সীমান্ত পারাপার পথগুলো বন্ধ করে দিয়েছে- বানিজ্যিক যানবাহানের জন্যে – বলছে , শরনার্থীদের জন্যে অবশ্য এসব পথ খোলা থাকবে । বাকের সিদ্দিকী বলেন পরিস্থিতি ভয়ংকর বলেই মনে হচ্ছে ।

ইস্রাইল যে তার নাগরীকদের জন্যে হূঁশিয়ারী সংকেত জারি করেছে – সিরিয়া প্রশাসন যদি রাসায়নিক অস্ত্রের ওপর নিয়ন্ত্রন অক্ষুন্ন রাখতে না পারে , সংঘাত যদি তার এলাকায় সম্প্রসারিত হয়ে পড়ে একথা ভেবে -- ইরান ও হেযবুল্লা সমর্থন পুস্ট সিরিয়া সরকারকে নিয়ে ইস্রাইলের এহেন আতংকের যুক্তি কিছুটা বোধগম্যই – মনে করেন ডক্টর বাকের সিদ্দিকী ।

গত এক সপ্তাহে বিদ্রোহি লড়াকূরা চমকে দেবার মতো সাফল্য হাসিল করলেও কৌশলগত দিক থেকে মধ্যপ্রাচ্যের জন্যে অতীব গুরুত্বপূর্ণ অবস্থানের অধিকারী সিরিয়ার এ অভ্যন্তরীন লড়াই শেষ হবে ক্ষমতার উত্তরণের মধ্যে দিয়ে , আশা করেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বাকের আহমেদ সিদ্দিকী ।

সিরিয়া নিয়ে ডক্টর বাকের সিদ্দিকীর সাক্ষাত্কার
please wait

No media source currently available

0:00 0:02:39 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG