অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীর মতাদর্শি নাসিরূদ্দীন এলানের সাক্ষাত্কার


যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর দুহাজার দশ সালের মানবাধিকার বিষয়ক বাত্সরিক রিপোর্ট প্রকাশ করেছে এই গেলো সপ্তাহেই । রাষ্ট্রওয়ারী ঐ রিপোর্টে বাংলাদেশের নানান ক্ষেত্রের মানবাধিকার পরিস্থিতি আলোচিত হয়েছে । বাংলাদেশের বিচার বিভাগের পৃথকীকরণ , কারাগার পরিস্থিতি , বিচার বহির্ভুত হত্যাকান্ড , নারী ও ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সহিংসতা , সংবাদ ও বাক স্বাধীনতার কণ্ঠরোধ , দূর্নীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূল্যায়ন রয়েছে ঐ রিপোর্টে । রিপোর্টে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে কথা বলেছেন বাংলাদেশের অসরকারী মানবাধিকার সংগঠন - ‘ অধিকার ’এর মতাদর্শি কর্মি নাসিরূদ্দীন এলান ।

XS
SM
MD
LG