অ্যাকসেসিবিলিটি লিংক

‘এবার যুক্তরাষ্ট্রের জন্য কিছু করার সময় এসেছে’ - ডঃ রাশেদ মালিক


‘এবার যুক্তরাষ্ট্রের জন্য কিছু করার সময় এসেছে’ - ডঃ রাশেদ মালিক
‘এবার যুক্তরাষ্ট্রের জন্য কিছু করার সময় এসেছে’ - ডঃ রাশেদ মালিক

ডঃ রাশেদ মালিক, জর্জিয়া রাজ্যের আটলান্টায় মালিক কলেজের প্রতিষ্ঠাতা – প্রধান নির্বাহী কর্মকর্তা । ডঃ মালিক প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন । তিনি তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক ও সমাজ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেন । ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাতকারে তিনি তার পেশা ও এদেশে তার জীবনধারা নিয়ে আলোচনা করেছেন । ডঃ মালিক বলেন –‘যুক্তরাষ্ট্র সুন্দর একটা দেশ । আমরা এখানে এসেছি, অনেক উপকার পেয়েছি । এখন আমাদের কর্তব্য যে আমরা এই দেশে কিছু রেখে যাই, যেখানে আমাদের সন্তানেরা, যুক্তরাষ্ট্রের অধিবাসীরা লাভবান হবে । আমার দক্ষতা শিক্ষা বিষয়ে, তাই আমি সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আমার কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মনোযোগ দিয়েছি’।
ডঃ মালিক এখন আমেরিকার রাজনীতিতেও সক্রিয় ভুমিকা নিতে আগ্রহী । আর তাই তিনি এ বছর মধ্য মেয়াদের নির্বাচনে – জর্জিয়া রাজ্যের সেনেট আসনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG