অ্যাকসেসিবিলিটি লিংক

বিশূদ্ধ পানিয় জলের জন্যে , কৃষির জন্যে ভূগর্ভস্ত পানিস্তর অক্ষুন্ন রাখতে সংস্কার অতীব গুরুত্বপূর্ণ


বিশূদ্ধ পানিয় জলের জন্যে , কৃষির জন্যে ভূগর্ভস্ত পানিস্তর অক্ষুন্ন রাখতে সংস্কার অতীব গুরুত্বপূর্ণ
বিশূদ্ধ পানিয় জলের জন্যে , কৃষির জন্যে ভূগর্ভস্ত পানিস্তর অক্ষুন্ন রাখতে সংস্কার অতীব গুরুত্বপূর্ণ

পরিবেশ সূরক্ষার কাজে ব্যাপৃত বেসরকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক শরিফ জমিল এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন , সামনের সপ্তাহে ইলিনয় রাজ্যের শিকাগোয় যে ওয়াটার কিপার এ্যালায়েন্স সম্মেলন অনুষ্ঠিত হ’তে চ’লেছে তাতে যোগদান ক’রবেন তিনি।

শরিফ জমিল ওয়াশিংটনে ছিলেন শনিবার , ঐ দিন তাঁর সঙ্গে টেলিফোনে কথা হয় ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের । বাংলাদেশে জলাধার-জলাশয় সংস্কারের কথায় শরিফ জমিল বলেন – বিশূদ্ধ পানিয় জলের জন্যে , কৃষির জন্যে ভূগর্ভস্ত পানিস্তর অক্ষুন্ন রাখতে এ সংস্কার অতীব গুরুত্বপূর্ণ।

শরিফ জমিল বলেন – বন সংরক্ষনও জলবায়ু-পরিবেশ সূরক্ষিত রাখায় মদত জোগায়। বলেন – জলবায়ুর পরিবর্তন জনিত ক্ষতি প্রতিরোধে শিল্প সমৃদ্ধ দেশগুলোর কাছ থেকে তহবিল লাভের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও পরিবেশ সূরক্ষার কাজে এগিয়ে যেতে হবে যাতে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি সূষম পরিবেশের বিশ্ব আমরা রেখে যেতে পারি ।

XS
SM
MD
LG