অ্যাকসেসিবিলিটি লিংক

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ: দেশে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে


তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ: দেশে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ: দেশে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে

বাংলাদেশের তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশের মত স্বাধীনভাবে সাংবাদিকতার সুযোগ পৃথিবীর কোন দেশে আছে বলে আমার জানা নেই।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ: দেশে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ: দেশে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে

বাংলাদেশের তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ ভয়েস অফ আমেরিকার সঙ্গে তার সাক্ষাৎকারে প্রবাসে বাংলাদেশীদের ভাষা ও সাংস্কৃতিক চর্চা, বাংলাদেশের সংবাদ পত্র-সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে কি না, এবং নির্বাচনকালে ক্ষমতাসীন সরকারের দেওয়া যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি পালন সম্পর্কে আলোচনা করেন।

প্রবাসীদের সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা যে বাংলা ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন এটা অত্যন্ত ভাল উদ্যোগ। এই উদ্যোগ যারা নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা আমাদের দূত।

সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তার বক্তব্য – ‘আমরা প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাশ করেছি। সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করেন। ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। আমরা অতি দ্রুত তথ্য কমিশন গঠন করেছি। তথ্য কমিশনও কাজ করছে। সাংবাদিকরা যাতে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এই আইনের মুল লক্ষ্যই হলো তাই। বাংলাদেশের মত স্বাধীনভাবে সাংবাদিকতার সুযোগ পৃথিবীর কোন দেশে আছে বলে আমার জানা নেই’।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছিলাম। এবং সেই কাজ আমরা শুরু করেছি। জনগণই হলো সব ক্ষমতার মালিক। জনগণ যা চাইবে তাই হবে। জনগণ আমাদের বিপুল ভোটে রায় দিয়েছে, সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ্ যুদ্ধ অপরাধীদের বিচার অতি দ্রুত সম্পন্ন করবো।

XS
SM
MD
LG