অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম বিশ্বের এই বিভাজন অনভিপ্রেত : আমেনা মহসিন


সৌদি আরবের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে বেশ কিছু লোক হতাহত হয়েছেন। সৌদি আরবে এই বোমা হামলার পরিপ্রেক্ষিতে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন ঢাকা থেকে টেলিফোনে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস অহমেদের সঙ্গে ।

আমেনা মোহসিন বলেন যে যখন বর্তমান মুসলিম বিশ্বে সংঘাত ও সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এবং জঙ্গিবাদের দোষে দুষ্ট হচ্ছে মুসলিম বিশ্ব , তখন এই বিভেদ ও বিভাজন অনভিপ্রেত । সৌদি আরব একদিকে আইসিসের বিরোধীতা করছে , আবার অন্যদিকে ইরান কিংবা ইয়েমেন বা সিরিয়া যারা আইসিসকে মোকাবিলা করে যাচ্ছে তাদের বিরুদ্ধেও সৌদি অবস্থান পরিস্কার । সৌদি আরবের এই দ্বৈতভূমিকা সম্পর্কে অধ্যাপক আমিনা মোহসিন বলেন যে এটি হচ্ছে মূলত আধিপত্যের বলয় সৃষ্টি করার লড়াই। তবে তিনি মনে করিয়ে দেন যে ইরানের একটি রাষ্ট্রিক কাঠামো আছে , ইরান জাতিসংঘের সদস্য ও আন্তর্জাতিক ভাবে তার কুটনৈতিক সম্পৃক্ততা আছে কিন্তু কথিত ইসলামিক স্টেটের কোন দায়বদ্ধতা না থাকায় তার অনেক বেশি দায়িত্বহীন ও বেপরোয়া একটি সংগঠন।

please wait

No media source currently available

0:00 0:03:11 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG