অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বায়ন ও বাংলাদেশ প্রসঙ্গে অধ্যাপক আনু মোহাম্মদ


সম্প্রতি যুক্তরাষ্ট্রের বস্টনের MIT তে , Globalization and People’s Movement : From Bangladesh to Colombia শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন , বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ। বিশ্বায়নের প্রভাব ও প্রতিবন্ধকতা , বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও সীমাবদ্ধতা নিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ ভয়েস অফ আমেরিককে বলেন যে বিশ্বায়নের যে বিশাল সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা পুরোপুরি অর্জিত হচ্ছে না বেশ কিছু সীমাবদ্ধতার জন্য। তিনি বলেন যে কর্পোরেট ও কায়েমি স্বার্থের কারণে বিশ্বায়ন দ্বারা সাধারণ জনগণের যে রকম উন্নয়ন হবার কথা ছিল , সে রকমটি হচ্ছে না। তিনি বাংলাদেশে গত বিয়াল্লিশ বছরের অগ্রগতির প্রশংসা করেন তবে একই সঙ্গে এ কথাও বলেন , যে অপার সম্ভাবনা আছে দেশটির , তার পুরোপুরি সদ্ব্যবহার হয়েছে বলে তিনি মনে করেন না। একুশ শতক নাগাদ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে অধ্যাপক আনু মোহাম্মদ ও আশাবাদী


please wait

No media source currently available

0:00 0:04:40 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG