অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না: রাশেদ নিজাম


গত রোববার ড্যালাসে ইসলামের নবী হজরত মোহাম্মদ ( সাঃ) ‘এর উপর চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে দু জন উগ্রবাদী আক্রমণ চালিয়ে একজন নিরাপত্তা প্রহরীকে জখম করেছে , পরে এই উগ্রবাদীদের হত্যা করা হয় । এখন স্বঘোষিত ইসলামিক স্টেট দাবি করছে যে ঐ হামলাটি চালিয়েছিল তাদের কথায় , তাদের খেলাফতের দু জন সৈন্য। হোয়াইট হাউজ অবশ্য এই আক্রমণকারীদের সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিত নয়। এ সম্পর্কেই North American Bangladeshi Islamic Society’ র প্রেসিডেন্ট এবং Islamic Society of North America’র নির্বাহী সদস্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা রাশেদ নিজাম কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে ।

ড রাশেদ নিজাম বলেন যে ইসলাম ধর্মান্ধতা , গোড়ামি বা যে কোন ধরণের সন্ত্রাসবাদকে কখনই প্রশ্রয় দেয়নি। ইসলামের শিক্ষা ও এটা নয় । কেউ যদি ইসলামের নাম করে সন্ত্রাসবাদকেই আগলে ধরে এটা তিনি ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিক কোন ভাবেই সমর্থন করেন না। ইসলাম হচ্ছে মধ্য পথ অবলম্বকারী একটি ধর্ম । ইসলামের শিক্ষা হচ্ছে মডারেশন। ইসলামের নবী হজরত মোহাম্মদ ( সা) এর ছবি আঁকা কনে নিষিদ্ধ তার একটা ব্যাখ্যা ও তুলে ধরেন ড নিজাম। তিনি মনে করেন কারও স্পর্শকাতর ধর্মানুভূতিতে আঘাত দেওয়া অন্যায় কিন্তু একই সঙ্গে এটা ও সত্যিই যে শক্তি প্রয়োগ করা কিংবা সন্ত্রাস করার কোন যুক্তি ইসলামে নেই।

please wait

No media source currently available

0:00 0:03:23 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG